Bangla
a year ago

নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন

গার্মেন্টস শিল্পের ওপর অতি নির্ভরশীলতা, অনিশ্চিত বাংলাদেশের ভবিষ্যৎ

ফাইল ছবি
ফাইল ছবি

Published :

Updated :

প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা নিম্ন সমভূমির বাংলাদেশ প্রায় ১৮ কোটি মানুষের বসবাস। জলবায়ু পরিবর্তন, বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ঢাকা শহর ঝুঁকির মুখে রয়েছে। যদিও দেশটি উন্নয়নশীল অর্থনীতির রোল মডেল হিসেবে পরিচিত, তবুও তা মূলত গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীল। 

জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ হওয়ার পরেও গত তিন দশকে বাংলাদেশ ৪ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২৬ সাল নাগাদ দেশটি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। এমনকি বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতের চেয়ে বেশি। 

তবে, অর্থনীতির সীমাবদ্ধ বৈচিত্র্যের কারণে উন্নয়নের গতিপথ নিয়ে প্রশ্ন উঠছে। গার্মেন্টস শিল্পের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা দেশের অর্থনীতিকে একপাক্ষিক করে তুলেছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। রপ্তানিতে ৮০ শতাংশের বেশি অবদান রাখে গার্মেন্টস শিল্প। 

চীনভিত্তিক ম্যাক্রো গবেষণা সংস্থা উদীয়মান উপদেষ্টা গ্রুপের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ একটি পোস্ট টাইগার ইকোনমিতে পরিণত হয়েছে। দেশটি মাত্র একটি ক্ষেত্রেই শক্তিশালী অবস্থানে রয়েছে। কিন্তু অন্যান্যখাতে কোনো বৈচিত্র নেই। 

রাজনৈতিক ও প্রশাসনিক দুর্নীতিও অর্থনৈতিক উন্নয়নের বড় চ্যালেঞ্জ। শেখ হাসিনার সরকারের পতনের পর নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হলেও তা অভ্যন্তরীণ ও বহিরাগত চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রশাসন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু করতে নতুন সরকার হিমশিম খাচ্ছে। 

বর্তমানে মুদ্রার মান কমা, রিজার্ভের ঘাটতি এবং মূল্যস্ফীতির কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে। বিদেশি বিনিয়োগও স্থবির হয়ে পড়েছে, যা দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বাধা। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের উন্নয়নযাত্রায় সহজ সমাধান এখনও অনিশ্চিত। 

লেখক: হেনি সেন্ডার। নিক্কেই এশিয়াতে লেখা তার মতামত প্রতিবেদনের সংক্ষিপ্ত অনুবাদ। 

Share this news