
Published :
Updated :

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৭ মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ঢাকা বিভাগের প্রবাসীদের কাছ থেকে, আর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর বিভাগে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত জুলাই-জানুয়ারি মাসে প্রবাসীরা দেশে ১ হাজার ৫৯৬ কোটি ১১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে ঢাকায় রেমিট্যান্স এসেছে ৭৭৮ কোটি ৭৮ লাখ ডলার।
এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে। জুলাই-জানুয়ারিতে চট্টগ্রামে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৪৩৮ কেটি ৪৯ লাখ মার্কিন ডলার। সিলেট বিভাগে ১৪৩ কোটি ৫২ লাখ ডলার, খুলনা বিভাগে ৭৪ কোটি ১৯ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৫৭ কোটি ৪৯ লাখ ডলার, বরিশাল বিভাগে ৪৪ কোটি ৭৫ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৩৩ কোটি ১৬ লাখ ডলার ও রংপুর বিভাগে ২৫ কোটি ৭৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
এদিকে, সদ্যবিদায়ী জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ১১ লাখ ৩০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৫৫ কোটি ১৫ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ লাখ ৯০ হাজার ডলার।
জানুয়ারিতে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১১২ কোটি ৮৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৫৬ কোটি ৫৩ লাখ ডলার, সিলেট বিভাগে ১৮ কোটি ৮৭ লাখ ডলার, খুলনা বিভাগে ৮ কোটি ৯৫ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৭ কোটি ৭ লাখ ডলার, বরিশাল বিভাগে ৬ কোটি ১৫ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৪ কোটি ৪৪ লাখ ডলার ও রংপুর বিভাগে ৩ কোটি ৬৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
এছাড়া গত জানুয়ারিতে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রবাসীরা। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৪০ কোটি ৭৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ কোটি ৩৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য থেকে। আর সৌদি আরব, আরব আমিরাত, মালয়েশিয়া, কুয়েত, ইতালি, ওমান, কাতার ও সিঙ্গাপুর থেকে জানুয়ারিতে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ২৭ কোটি ১ লাখ ৬০ হাজার, ২৪ কোটি ৯৫ লাখ ৬০ হাজার, ১৫ কোটি ৪৫ লাখ ৫০ হাজার, ১৩ কোটি ৫৯ লাখ ৩০ হাজার, ১৩ কোটি ১০ লাখ, ১২ কোটি ৬৯ লাখ ২০ হাজার, ৯ কোটি ৬৪ লাখ ৪০ হাজার ও ৬ কোটি ৪৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

For all latest news, follow The Financial Express Google News channel.