Bangla
3 years ago

কোভিড-১৯: ২৪ ঘন্টায় শনাক্ত রোগী কমলেও বেড়েছে মৃত্যু

Published :

Updated :

গত এক দিনে দেশে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কমলেও বেড়েছে মৃত্যু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে; সংক্রমণ ধরা পড়েছে আরও ৫১৮ জনের মধ্যে, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মঙ্গলবার সারাদেশে ১৪ জনের মৃত্যু হয়েছিল, আর ৫৪৩ জন নতুন রোগী পাওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ১৯ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৭৩০ জনের মৃত্যু ঘটিয়েছে এ ভাইরাস।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন আরও ৫০৫ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট ১৫ লাখ ২৫ হাজার ৬৭৩ জন সুস্থ হয়ে উঠলেন।

গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৩৯৩ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের অর্ধেকের বেশি। আর যে ১৭ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ১৩ জনই ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা।

Share this news