Loading...
The Financial Express

চীনের হাইওয়ে টানেলে পানিতে ডুবে মৃতের সংখ্যা বেড়ে ১৩

| Updated: July 22, 2021 19:45:48


এই টানেলটি চীনের গুয়াংডং প্রদেশের জুহাই শহরের গুরুত্বপূর্ণ একটি এক্সপ্রেসওয়ের অংশ। ছবি: রয়টার্স এই টানেলটি চীনের গুয়াংডং প্রদেশের জুহাই শহরের গুরুত্বপূর্ণ একটি এক্সপ্রেসওয়ের অংশ। ছবি: রয়টার্স

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর জুহাইতে গত সপ্তাহে জলমগ্ন হয়ে পড়া একটি হাইওয়ে টানেলে আরও ১০ শ্রমিকের মৃতদেহ খুঁজে পেয়েছেন উদ্ধারকর্মীরা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

এতে ওই টানেলটিতে পানিতে ডুবে মৃত শ্রমিকের সংখ্যা ১৩ জনে দাঁড়িয়েছে বলে বুধবার রাতে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।

চায়না সেন্ট্রাল টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা টানেলটিতে আটকা পড়া আরেক শ্রমিকের খোঁজ পাননি।

১৫ জুলাই শিজিংশান টানেলে হঠাৎ করে পানি প্রবেশ করতে শুরু করে। এতে একটি জলাশয়ের নিচ দিয়ে যাওয়া নির্মাণাধীন টানেলটির প্রবেশমুখে থেকে এক কিলোমিটারেরও বেশি ভেতরে ১৪ শ্রমিক আটকা পড়েন।

এই নিয়ে মার্চ থেকে এ টানেলটিতে দ্বিতীয় দুর্ঘটনা ঘটল। আগের দুর্ঘটনায় টানেলের কিছু অংশ ধসে দুই শ্রমিক নিহত হয়েছিল।

এই টানেলটি চীনের গুয়াংডং প্রদেশের জুহাইয়ের গুরুত্বপূর্ণ একটি এক্সপ্রেসওয়ের অংশ যা উপকূলীয় শহরটিকে প্রতিবেশী ম্যাকাও ও হংকংকে সংযোগকারী একটি সেতুর সঙ্গে যুক্ত করেছে।

 

Share if you like

Filter By Topic