Loading...
The Financial Express

জঙ্গিদের তৎপরতা বেড়েছে, শক্তিশালী বোমা তৈরি করছে: ডিএমপি কমিশনার

| Updated: July 20, 2021 21:56:15


জঙ্গিদের তৎপরতা বেড়েছে, শক্তিশালী বোমা তৈরি করছে: ডিএমপি কমিশনার

বাংলাদেশে সম্প্রতি জঙ্গিদের তৎপরতার সঙ্গে বিস্ফোরক তৈরির সক্ষমতাও বেড়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম।

সোমবার ঈদুল আজহা ঘিরে নিরাপত্তা নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘রিসেন্টলি’ জঙ্গিদের সক্ষমতা যেমন বেড়েছে, তেমনি বোমা বানানোর ‘ক্যাপাবিলিটি’ও বেশ উন্নত হয়েছে।

“এর আগে ৫টি পুলিশ চেকপোস্টে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। যেসব বোমা কম শক্তিশালী ছিল। রিসেন্টলি যেসব বোমা উদ্ধার হয়েছে, তা অত্যন্ত শক্তিশালী। এগুলো বিস্ফোরণ হলে ‘ম্যাসাকার’ হয়ে যেত।”

শফিকুল বলেন, তাদের সক্ষমতা বেড়েছে এবং নতুন লোককে প্রশিক্ষিত করে তারা বোমা বানানোর কাজে নিয়োজিত করেছে। এটা থেকে বুঝা যায়, তাদের প্রস্তুতি আছে।”

তবে জঙ্গিদের তৎপরতা প্রতিরোধে দেশের পুলিশও সক্রিয় রয়েছে দাবি করে তিনি বলেন, “কিন্তু আমরাও বসে নেই। কোনো ঘটনা ঘটার আগেই আমাদের প্রশিক্ষত যারা আছেন তারা দক্ষতার সাথে কাজ করছেন।

“যেখানে যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে, আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি।”

ডিএমপির পাশাপাশি এটিইউ, র‌্যাবসহ অন্য সংস্থাগুলোও কাজ করছে বলে জানান পুলিশ কমিশনার।

তিনি বলেন, করোনাভাইরাস মহামারী পরিস্থিতিতে বাইরে যাওয়ার সুযোগ কম থাকায় এখন ইন্টারনেটের মাধ্যমে জঙ্গিবাদ নিয়ে প্রচারণা বেড়েছে।

ঈদের সময় ঢাকা মহানগরীর নিরাপত্তা নিয়ে তিনি বলেন, “যারা ঢাকার বাইরে গ্রামের বাড়ি যাবেন, তারা ঘরের নিরাপত্তার জন্য দরজা জানালা ঠিকমত লাগিয়ে যাবেন এবং মূল্যবান সামগ্রী স্বজনের বাসায় রেখে যাবেন।

“সবাইকে এক সাথে কাজ করতে হবে; সচেতন হতে হবে। লাখ লাখ বাসায় নিরাপত্তা দেওয়া অসম্ভব ব্যাপার।”

Share if you like

Filter By Topic

More News

আইপিও শেয়ার পেতে প্রতিষ্ঠানের বিনিয়োগ সীমা বাড়ল

সহজ হল দেশে অর্থ পাঠানোর প্রক্রিয়া, কাগজপত্র ছাড়াই মিলবে আড়াই শতাংশ প্রণোদনা

চট্টগ্রাম পাসপোর্ট অফিসে রোহিঙ্গা তরুণী ধরা 

পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য গঠিত তহবিলের মেয়াদ বাড়ল ২০২৭ সাল পর্যন্ত

পদ্মা সেতু আওয়ামী লীগের পৈত্রিক সম্পত্তি নয়: ফখরুল 

এই মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়াতেও চাই না, কমাতেও চাই না: প্রতিমন্ত্রী

মহামারী আর যুদ্ধের প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব 

ঘর ঠান্ডা রাখবে যেসব গাছ 

‘পোশাকে আপত্তিতে’ তরুণী লাঞ্ছিত: সেই ইসমাইল ৩ দিনের রিমান্ডে

মুশফিক, লিটনের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে বাংলাদেশ