Loading...

দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩৪৪৭, মৃত্যু ৭

| Updated: January 16, 2022 12:40:46


ফাইল ছবি (সংগৃহীত) ফাইল ছবি (সংগৃহীত)

বিশ্বজুড়ে ওমিক্রনের বিস্তারের মধ্যে বাংলাদেশেও করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি বজায় রয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় ১৪ শতাংশের বেশি রোগী শনাক্তের খবর দিয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এই সময়ে ২৪ হাজার ২৮টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৪৪৭ রোগী শনাক্ত হয়। নতুনদের নিয়ে দেশে রোগীর সংখ্যা বেড়ে হল ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জন।

গত এক দিনে মৃত্যু হয়েছে ৭ জনের। তাতে মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮ হাজার ১৩৬।

সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ২৯৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৫২ হাজার ৬০০ জন সুস্থ হয়ে উঠলেন।

Share if you like