Loading...
The Financial Express

নেত্রকোণায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

| Updated: July 22, 2021 21:26:45


নেত্রকোণায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোণার মদনে খেলতে গিয়ে ডোবায় পড়ে গিয়ে দুই বছরের এক শিশু মারা গেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে বলে মদন থানার ওসি ফেরদৌস আলম জানান।

শিশু আমেনা আক্তার  উপজেলার চানগাঁও ইউনিয়নে রত্নপুর গ্রামের জহুর আমিনের মেয়ে।

শিশুটির পরিবারের বরাতে ওসি বলেন, নিজ বাড়ির সামনে অন্য আরও শিশুদের সঙ্গে আমেনা খেলা করছিল। এক পর্যায়ে ডোবায় পড়ে তলিয়ে যায় সে। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করে ডোবা থেকে আমেনাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ সময় সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

হাসপাতালের চিকিৎসক শান্তনু সাহা বলেন, হাসপাতালে আনার আগেই আমেনা মারা যায়।

এ ঘটনায় এ অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানায় পুলিশ।

 

Share if you like

Filter By Topic