Loading...
The Financial Express

মহামারীর বিশ্বে প্রতি দুইজনে একজনের আয় কমেছে: গ্যালাপ

| Updated: May 03, 2021 21:02:14


--প্রতীকি ছবি --প্রতীকি ছবি

করোনাভাইরাস মহামারীর অভিঘাতে বিশ্বে প্রতি দুই জনের মধ্যে একজনের আয় কমেছে বলে উঠে এসেছে এক সমীক্ষায়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

বিশেষ করে নিম্ন আয়ের দেশগুলোর মানুষ কাজ হারিয়ে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা গ্যালাপ বিশ্বের ১১৭টি দেশের তিন লাখ মানুষের ওপর এই সমীক্ষা চালিয়েছে, যার ফল প্রকাশ করা হয়েছে সোমবার।

সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা এখনও চাকরি বা কাজে আছেন, তাদের অর্ধেকেরই আয় আগের চেয়ে কমে গেছে মহামারীর এই সময়ে।

জরিপের এই তথ্যে বিশ্ব পরিস্থিতির প্রতিফলন ঘটেছে ধরে নেওয়া হলে, মহামারীতে আয় কমে যাওয়া প্রাপ্তবয়স্ক মানুষের সংখ্যা ১৬০ কোটিতে দাঁড়ায়।

সমীক্ষায় থাইল্যান্ডে সর্বোচ্চ ৭৬ শতাংশ এবং সুইজারল্যান্ডে সর্বনিম্ন ১০ শতাংশ উত্তরদাতা তাদের আয় কমার কথা বলেছেন।

বলিভিয়া, কেনিয়া, উগান্ডা, ইন্দোনেশিয়া, হন্ডুরাস ও একুয়েডরে এই হার ৭০ শতাংশ বা তার বেশি। আর যুক্তরাষ্ট্রে ৩৪ শতাংশ।

গ্যালাপের জরিপ বলছে, মহামারী বিশ্বের সব দেশেই শ্রমজীবীদের জীবনকে কঠিন করে তুলেছে। বিশেষ করে পণ্য বিক্রি, পর্যটন ও রেস্তোরাঁর মত খাতে তুলনামূলক কম বেতনে নারী কর্মীর সংখ্যা বেশি হওয়ায় তারা বিপাকে পড়েছেন।

এর আগে বৃহস্পতিবার অক্সফার্মের এক জরিপ প্রতিবেদনে বলা হয়, এই মহামারীতে বিশ্বের নারী কর্মীরা যে পরিমাণ আয় হারিয়েছেন, তা যোগ করলে ৮০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

আর গ্যালপের জরিপে অংশগ্রহাণকারীদের অর্ধেকই বলেছেন, মহামারীর মধ্যে সাময়িক সময়ের জন্য হলেও তাদের চাকরি বা ব্যবসা বন্ধ রাখতে হয়েছে। পুরো বিশ্বের প্রেক্ষাপটে তুলনা করলে এমন মানুষের সংখ্যা ১৭০ কোটি হতে পারে।

ভারত, জিম্বাবুয়ে, ফিলিপিন্স, কেনিয়া, বাংলাদেশ, এল সালভাদরসহ ৫৭টি দেশের উত্তরদাতাদের ৬৫ শতাংশ জরিপে বলেছেন, মহামারীর মধ্যে একটি সময় তাদের কাজ বন্ধ রাখতে হয়েছে।

তবে উন্নত এবং তুলনামূলক বেশি আয়ের দেশে এই হার কম। অস্ট্রিয়া, সুইজারল্যান্ড ও জার্মানির উত্তরদাতাদের মধ্যে যাদের চাকরি আছে, তাদের মধ্যে কাজ বন্ধ রাখতে বাধ্য হওয়া ব্যক্তির সংখ্যা ১০ শতাংশের কম।

গ্যালপের এই জরিপ বলছে, তাদের উত্তরদাতাদের প্রতি তিনজনের একজন মহামারীর মধ্যে চাকরি বা ব্যবসা হারিয়েছেন। পুরো বিশ্বের প্রেক্ষাপটে তুলনা করলে এমন মানুষের সংখ্যা হতে পারে ১০০ কোটির বেশি।

Share if you like

Filter By Topic

-->