Loading...
The Financial Express

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় ৩ যুবকের মৃত্যু

| Updated: January 15, 2022 15:31:47


ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় ৩ যুবকের মৃত্যু

ছুটির দিনে ময়মনসিংহ নগরীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় নগরীর চায়না মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার ত্রিশাল উপজেলার সেনবাড়ি কালিরবাজারের ফজলুল হকের ছেলে বাবু মিয়া (২৫), সোহরাব আলীর ছেলে মো. ইয়াসিন (১৮) ও ইসলামের ছেলে মো. রিপন (৩০)। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, সন্ধ্যা ৬টার দিকে নগরীর শম্ভুগঞ্জ চায়না মোড় এলাকায় ময়মনসিংহগামী একটিড্রাম ট্রাক’ চলন্ত একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়।

“এতে মোটরসাইকেলটি চুরমার হয়ে দুই আরোহী নিহত হন। গুরুতর আহত অন্য আরোহীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ওসি জানান, ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়েছে। পুলিশ ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share if you like

Filter By Topic