Bangla
8 months ago

২১ আগস্ট গ্রেনেড হামলার লিভ টু আপিল শুনানি মঙ্গলবার

Published :

Updated :

২১ আগস্ট গ্রেনেড হামলার হত্যা ও বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানির জন্য আগামী মঙ্গলবার (৬ মে) দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

আজ রোববার (৪ মে) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন। এদিন আপিল বিভাগের কার্যতালিকায় ১৩ নম্বরে এ বিষয়ে শুনানির জন্য ওঠে। 

এর আগে গত ২৭ এপ্রিল আপিল বিভাগ বিষয়টি এক দিনের জন্য মুলতবি করেছিলেন। এরপর আজ আবার কার্যতালিকায় আসে।

আসামিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। 

উল্লেখ্য, দুই দশক আগে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন এবং শতাধিক নেতা-কর্মী আহত হন।

এই ঘটনায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজা বাতিল করে গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান (বর্তমানে আপিল বিভাগের বিচারপতি) এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ ওই রায় ঘোষণা করেন। ফলে তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ মামলার সব আসামি খালাস পান।

Share this news