Bangla
a day ago

২১ আগস্ট গ্রেনেড মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে শুনানি শুরু

Published :

Updated :

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দেওয়ার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) শুনানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ শুনানি শুরু হয়।

এর আগে, রোববার (৪ মে) নির্ধারিত তারিখে শুনানি না হয়ে তা পিছিয়ে মঙ্গলবার (৬ মে) দিন নির্ধারণ করে আপিল বিভাগ। সে সময় আদালত জানায়, মামলাটি তারা শুনবেন।

এর আগে গত ১২ জানুয়ারি বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আসামিদের খালাস দেন হাইকোর্ট। 

 

Share this news