Bangla
3 days ago

আবারও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির

Published :

Updated :

দুই মাসেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির। সরকারি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্বের সঙ্গে কৌশলগত আলোচনা ও সহযোগিতা জোরদার করতেই এই সফর।

পাকিস্তানি দৈনিক ডন জানায়, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলার সাম্প্রতিক পাকিস্তান সফরের প্রতিউত্তর হিসেবে মুনিরের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। জেনারেল কুরিলা গত জুলাইয়ের শেষ দিকে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ সফর করেন, যার মধ্যে পাকিস্তান অন্যতম।

সফরকালে পাকিস্তান সরকার কুরিলাকে “নিশান-ই-ইমতিয়াজ (মিলিটারি)” সম্মাননায় ভূষিত করে—যা দেশটির সামরিক ক্ষেত্রে অন্যতম সর্বোচ্চ বেসামরিক স্বীকৃতি।

Share this news