Published :
Updated :
রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে রিকশাচালকরা বিক্ষোভ করছেন।
আন্দোলনের সময় কেউ ছবি বা ভিডিও তুললেই চালকরা ক্ষিপ্ত হয়ে তাদের ধাওয়া দিয়ে লাঠিপেটা করছেন।
আজ সোমবার (২১ এপ্রিল) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা পৌঁছান।
গত কয়েকদিন ধরেই চালকরা গুলশান ও আশপাশের এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালানোর অনুমতির দাবিতে আন্দোলন করছেন। সোমবার সরেজমিনে দেখা গেছে, আন্দোলনের ছবি বা ভিডিও তুলতে গেলে চালকরা কয়েকজনকে মারধর করেছেন। বনানী ১১ নম্বর রোডে কয়েকজনকে লাঠিপেটাও করতে দেখা গেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি গুলশান সোসাইটি ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। তবে চালকরা এই সিদ্ধান্ত মানতে নারাজ। সোমবার গুলশানের শেষ প্রান্ত এবং বনানীর শুরুতে সোসাইটির বাসিন্দারা রিকশাগুলো আটকে দিতে শুরু করলে চালকরা ক্ষোভে ফেটে পড়েন এবং বনানী ১১ নম্বর সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
স্থানীয়রা জানান, রিকশাচালকরা অন্তত দুই-তিনজন মোটরসাইকেল আরোহীকে লাঠি দিয়ে পিটিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, রিকশাচালকরা এখনও ১১ নম্বর রোডে অবস্থান করছেন এবং পরিস্থিতি কিছুটা উত্তপ্ত। তবে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। তিনি আরও জানান, ছবি ও ভিডিও তুলতে গেলেই চালকরা উত্তেজিত হয়ে মারধর করছেন।