Published :
Updated :
ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় গ্রেফতার হওয়া মাহমুদুল হাসান মহিনের পাঁচদিন ও তারেক রহমান রবিনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (১১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সোহাগ হত্যা মামলায় মহিন এবং অস্ত্র মামলায় রবিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই ঘটনায় কোতোয়ালী থানায় হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এজাহারভুক্ত আসামি মহিন ও রবিনকে যৌথবাহিনী গ্রেফতার করেছে। রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে। এ ছাড়া র্যাব আরও দুইজনকে গ্রেফতার করেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরে সোহাগকে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে হত্যা করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার জেরে যুবদলের সাবেক নেতা রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
যুবদল জানিয়েছে, সোহাগ হত্যায় জড়িতদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী যেন কোনো শৈথিল্য না দেখায়, সে আহ্বান জানানো হয়েছে।