Bangla
a month ago

ছয় দফা দাবি আদায়ে আজ সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ

Published :

Updated :

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জোট ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ আজ রোববার সারা দেশে মহাসমাবেশ করবে। শনিবার ‘রাইজ ইন রেড’ কর্মসূচি শেষে এ ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীরা জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য সরকারের দৃষ্টি আকর্ষণ।

তারা জানান, ছয় দফা দাবি দ্রুত মানা হলে তারা রাজপথ ছাড়বেন। কুমিল্লায় সহপাঠীদের ওপর হামলার সঠিক তদন্ত ও চিকিৎসা দাবি করেন তারা। 

শনিবার দুপুরে ‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা পলিটেকনিকে মানববন্ধন ও প্রতীকী প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। পরে ফটকে লাল কাপড় টাঙিয়ে আজকের মহাসমাবেশের ঘোষণা দেন। তারা জানান, যৌক্তিক দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 

আন্দোলনকারীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে:

১. ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল ও বিতর্কিত নিয়োগ বিধি সংশোধন।
২. ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল এবং মানসম্পন্ন কারিকুলাম চালু।
৩. সংরক্ষিত পদের বাইরে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নপদে নিয়োগ বন্ধ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা।
৪. কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ এবং দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ।
৫. কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের নামে আলাদা মন্ত্রণালয় ও শিক্ষা সংস্কার কমিশন গঠন।
৬. টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নতুন ইঞ্জিনিয়ারিং কলেজে ডুয়েটের আওতায় ভর্তির সুযোগ। 

Share this news