Bangla
3 days ago

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Published :

Updated :

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ইব্রাহিম বাবু (৩২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার (২ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানায়, বাবু গরুর ঘাস কাটতে কয়েকজনের সঙ্গে সীমান্তের কাছে গালার মাঠে গেলে গেদে ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের দাবি, পরে তার মরদেহ বিএসএফ সদস্যরা ভারতীয় সীমানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানার ওসি বলেন, নিহতের পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা মিলেছে।

এদিকে, চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, বিএসএফ জানিয়েছে—স্বর্ণ চোরাকারবারিদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় একজন গুলিবিদ্ধ হন। তবে এখনও ভারতের পক্ষ থেকে নিহত বাবুর মরদেহ বা পরিচয় নিশ্চিত করা হয়নি।

ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিজিবি পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে।

Share this news