Bangla
2 days ago
ফরিদপুরে এনসিপির পদযাত্রা: সহিংসতা এড়াতে মোতায়েন দুই প্লাটুন বিজিবি
Published :
Updated :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ঘোষিত পদযাত্রাকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা এড়াতে ফরিদপুরে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন সদস্য।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৩টা ৫৫ মিনিটে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, “ফরিদপুরে এনসিপির পদযাত্রা ঘিরে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।”
এর আগে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ফরিদপুর শহরের সার্কিট হাউজের সামনে থেকে এনসিপির পদযাত্রা শুরু হয়। এতে অংশ নেন দলটির হাজারো নেতাকর্মী। পদযাত্রাটি জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।