Bangla
2 days ago

ফরিদপুরে শিক্ষার্থী রাইসার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

Published :

Updated :

ঢাকার উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা মনির কবরে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।

শনিবার (২ আগস্ট) দুপুরে যোহরের নামাজের পর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাজরা কবরস্থানে স্কোয়াড্রন লিডার মো. জিহাদুল ইসলাম ও ফ্লাইং অফিসার রুদাবা কামালের নেতৃত্বে বিমান বাহিনীর একটি প্রতিনিধিদল পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিলে অংশ নেয়।

এ সময় রাইসার পরিবার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল উপস্থিত ছিলেন।

পরে বাজরা শামসুল উলুম মাদ্রাসা ও ইয়াতিমখানার শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ২৮ জুলাই রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে আগুনে দগ্ধ হয়ে রাইসা মনি মৃত্যুবরণ করে।  

ehsanrana209@gmail.com 

Share this news