Published :
Updated :
গাজীপুরের টঙ্গীতে মায়ের বিরুদ্ধে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহতরা হলেন, মালিহা আক্তার (৬) ও মো. আবদুল্লাহ (৪)।
শুক্রবার রাতে মা সালেহা বেগম নিজেই পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন, তবে কেন এই হত্যা করেছেন সে বিষয়ে কোনো তথ্য দেননি।
পুলিশের ধারণা, সালেহা মাইগ্রেন বা মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার পুলিশ জানায়, তারা শিশুর রক্তাক্ত মরদেহ একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করে এবং সেখানে একটি বঁটি পাওয়া যায়। সিসি টিভি ফুটেজ থেকে দেখা গেছে, ঘটনার সময় সালেহা ছাড়া অন্য কেউ ঘরে প্রবেশ করেনি।
ঘটনার পর সালেহা বেগম তার দুই দেবরকে ডেকে এনে জানান, তার কথা অসংলগ্ন ছিল। পরে রাতে তিনি হত্যার কথা স্বীকার করেন। নিহতদের বাবা আব্দুল বাতেন মিয়া এবং সালেহা বেগম সপরিবারে টঙ্গীর সেতু ভিলায় ভাড়া থাকতেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং মাকে আদালতে পাঠানো হয়েছে।