Published :
Updated :
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন তার গৃহকর্মী পিংকি আক্তার। গত মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তিনি মামলাটি করেন। তবে বিষয়টি প্রকাশ্যে আসে আজ (মঙ্গলবার)।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেয়। ৮ মে'র মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে, গত ৩ এপ্রিল গৃহকর্মী পিংকি ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
উল্লেখ্য, পরীমনির বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন। এর মধ্যে একটি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর ও হত্যাচেষ্টা মামলা, অন্যটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায়।