Bangla
3 days ago

হাসিনার আমলের সকল নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম

Published :

Updated :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে, শেখ হাসিনার শাসনামলে অনুষ্ঠিত সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করার জন্য।

শনিবার রাতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’তে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, "শেখ হাসিনা একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা চালু করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন। সেই সময়ের নির্বাচনের ফলাফল ছিল বিতর্কিত এবং অধিকাংশ বিরোধী দল সেগুলো প্রত্যাখ্যান করেছিল। বর্তমানে এসব নির্বাচন আদালতে গড়াচ্ছে, যা দেশে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে। তাই এসব নির্বাচনকে আইনগতভাবে অবৈধ ঘোষণা করে পরিস্থিতি শান্ত করা প্রয়োজন।"

নির্বাচন কমিশনের ওপর অনাস্থা প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, "বর্তমান নির্বাচন কমিশনের ওপর এনসিপি কোনো আস্থা রাখতে পারছে না। আমরা স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের দায়িত্ব সরকারের প্রধান উপদেষ্টার অধীনে রাখতে অনুরোধ জানিয়েছি।"

তিনি আরও বলেন, "আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি, জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদের বাস্তবায়ন এবং গণপরিষদ ও আইনসভা নির্বাচনের জন্য একটি সমন্বিত রোডম্যাপ একযোগে ঘোষণা করার।"

বৈঠকে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়, যার নেতৃত্ব দেন মো. নাহিদ ইসলাম। অন্যান্য সদস্য ছিলেন দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

Share this news