Bangla
3 days ago

জামিন পেয়েছেন নুসরাত ফারিয়া

Published :

Updated :

ঢাকার সিএমএম আদালত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন। এর আগে গতকাল সোমবার (১৯ মে) তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।

সোমবার (১৯ মে) সকালে মামলার তদন্ত কর্মকর্তা, ভাটারা থানার উপ-পরিদর্শক বিল্লাল ভূঁইয়া, ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন জানান। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

এদিন সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হলে তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

মূলত রোববার (১৮ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাচ্ছিলেন অভিনেত্রী ফারিয়া। কিন্তু তার বিদেশ যাত্রা আটকে দিয়ে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। 

Share this news