Bangla
13 days ago

মাদারীপুরে বাস খাদে, নিহত ১৬

Published :

Updated :

মাদারীপুরের শিবচরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৩০ জন।

রোববার সকালে শিবচরের কুতুবপুর এলাকায় পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা ঘটে বলে মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান।

তিনি বলেন, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে পাশের খাদে পড়ে যায়।

"এ পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে। আরও অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।"

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কাজ চালাচ্ছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ফরিদপুরের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, “ধারণা করা হচ্ছে দ্রুতগামী বাসটির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি খাদে পড়ে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির সামনে থেকে মাঝামাঝি পর্যন্ত অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।

Share this news