
Published :
Updated :

নাটোরের বড়াইগ্রামে ঝড়ের সময় তীব্র বাতাসে দেয়াল ভেঙ্গে পড়ে শিশুর ওপর। এতে তার মর্মান্তিক মৃত্যু হয়।
বুধবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রাণ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম বিথি খাতুন (১১)। সে ওই গ্রামের কৃষক আবু বক্করের মেয়ে এবং নিজ এলাকায় ব্রাক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণিতে লেখাপড়া করতো।
নিহতের চাচাতো ভাই হালিম হোসেন জানান, সন্ধ্যার দিকে ঝড়ো বাতাস শুরু হলে বিথি খাতুন ঘরে ঢুকার আগে বাড়ির মধ্যে প্রাচীরের সাথে লাগানো ট্যাপ কলে পা ধুচ্ছিলো। আকস্মিক বিকট শব্দ হলে বাড়ির লোকজন বের হয়ে দেখে বাড়ির প্রাচীরের দেয়াল ভেঙ্গে পড়েছে এবং সেখানে বিথি চাপা পড়েছে। দ্রুত তাকে উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল জানান, বাড়ির প্রাচীরের ওই দেয়ালটি পুরানো ও দুর্বল হয়ে পড়ায় ঝড়ো হাওয়ায় তা ভেঙ্গে পড়েছে এবং এতে এই মর্মান্তিক মৃত্যু হয়েছে শিশুটির। এ ঘটনায় পুরো এলাকা শোকে স্তব্দ হয়ে পড়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.