Bangla
3 hours ago

নির্বাচন বৈধ না হলে তার কোনো প্রয়োজন নেই: প্রধান উপদেষ্টা

Published :

Updated :

সিঙ্গাপুরভিত্তিক চ্যানেল নিউজ এশিয়াকে (সিএনএ) দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “নির্বাচন যদি বৈধ না হয়, তাহলে সেই নির্বাচন করার কোনো মানে হয় না।” তিনি বলেন, “আমার কাজ হলো একটি গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন ও উপভোগ্য নির্বাচন নিশ্চিত করা।”

গত বুধবার (১৩ আগস্ট) সাক্ষাৎকারটি প্রকাশ করে সিএনএ। সেখানে বলা হয়, আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০২৪ সালের আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পর দেশটি রাজনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে।

সাক্ষাৎকারে ভারতের সঙ্গে বর্তমান উত্তেজনার বিষয়েও খোলামেলা মন্তব্য করেন তিনি। উল্লেখ করা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশ সরকার তার প্রত্যর্পণ চাইলেও ভারত সাড়া দেয়নি, যার ফলে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছে।

ড. ইউনূস বলেন, “আমরা হাসিনাকে ভারত থেকে বের করে আনার জন্য কোনো যুদ্ধে জড়াবো না। আমরা বলেছি, আপনি (মোদি) তাকে রাখতে পারেন। তবে বাংলাদেশকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া উচিত নয়।”

তিনি আরও যোগ করেন, “বাংলাদেশে এখনও তার অনেক অনুসারী রয়েছে—তারা আগের মতোই পুরো দেশকে অস্থিতিশীল করতে চায়। ভারতকে শেখ হাসিনার মিথ্যা ও বানোয়াট প্রচারণা বন্ধ করার আহ্বান জানিয়েছি।” 

Share this news