Bangla
6 days ago

নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলো জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Published :

Updated :

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা দিয়েছে দেশে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে। 

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। 

পাশাপাশি একটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে নাসীরউদ্দীন পাটওয়ারী এবং হাসনাত আবদুল্লাহ রাজনৈতিক প্রক্রিয়ায় তৃণমূল ও প্রান্তিকজনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি প্রকাশ করেছেন ।  

রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে তারা দেশের নাগরিকদের মতামত গ্রহণের কর্মসূচিও হাতে নিয়েছে বলে জানা যায়। 

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটিকে একটি অনন্য উদ্যোগ উল্লেখ করে বলা হয়, কর্মসূচীর লক্ষ্য হল নতুন রাজনৈতিক দল সম্পর্কে তাদের মতামত সংগ্রহের জন্য প্রায় এক লাখ মতামত সংগ্রহ করা। 

এ ছাড়া তারা জানায়, নতুন দলের জন্য নাম ও প্রতীক প্রস্তাব দেওয়ার জন্যও জনগণকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

তারা আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি উভয়ই জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে অব্যাহত থাকবে এবং জনগণের প্রতিনিধিত্ব করে এমন একটি রাজনৈতিক দল গড়ে তোলার জন্য একসাথে কাজ করবে। 

 

Share this news