
Published :
Updated :

থাইল্যান্ড যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।
ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়।
২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া ওই মামলায় ফারিয়াসহ আরও ১৭ জনকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ রয়েছে, ফারিয়া আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন।
মামলাটি দায়ের করেন এনামুল হক, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জন ও অজ্ঞাতনামা আরও কয়েকশ’ ব্যক্তির নাম রয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.