Published :
Updated :
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে অবিক্রিত থাকলেও মাঝপথে লাহোর কালান্দার্স দলে টেনেছে সাকিব আল হাসানকে।
যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি লাহোর, তবে একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা পোস্টকে।
এর আগে পিএসএলে মোট ১৪ ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে করেছেন ১৮১ রান (গড় ১৬.৩৬, স্ট্রাইক রেট ১০৭.১৪)। বল হাতে নিয়েছেন ৮ উইকেট, ইকোনোমি ৭.৩৯।