Published :
Updated :
হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতকে পক্ষভুক্ত করে আদেশ দিয়েছেন।
৫ নভেম্বর এ সংক্রান্ত শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরী এই আদেশ দেন।
আল্লামা ইমাম হায়াতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুর রউফ এবং ইশরাত হাসান। আদালত তাকে ইন্টারভেনর হিসেবে পঞ্চদশ সংশোধনী বিষয়ে তার দলের অবস্থান তুলে ধরার সুযোগ দিয়েছে।
এর আগে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও পক্ষভুক্ত হন। ১৯ আগস্ট সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের রিটের ভিত্তিতে হাইকোর্ট পঞ্চদশ সংশোধনী নিয়ে রুল জারি করেছিল।
পঞ্চদশ সংশোধনী ২০১১ সালে জাতীয় সংসদে পাস হয়, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এবং জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন বাড়ানো হয়।