Bangla
2 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

Published :

Updated :

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

আজ বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে তিনি তাঁর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, সন্ধ্যা সাতটার দিকে যমুনায় পৌঁছান নাহিদ ইসলাম এবং সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে দীর্ঘ সময় কথা বলেন।

বৈঠকের বিষয়বস্তু জানতে চাইলে নাহিদ ইসলাম সাক্ষাতের সত্যতা স্বীকার করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ছাড়া, একই সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।

Share this news