
Published :
Updated :

বাংলাদেশ রেলওয়ের সেবা ও যাত্রী সুরক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় তিনজন রেল কর্মী ও একজন সিকিউরিটি গার্ডকে সম্মাননা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর রেলভবনে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তাদের হাতে নগদ অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন—প্রাক্তন লোকোমাস্টার (গ্রেড-১) মো. সাহাব উদ্দিন, কুমিরা রেলক্রসিংয়ের গেইটম্যান নাজমুল হোসেন, টি.কে. গ্রুপের সিকিউরিটি গার্ড মো. দেলোয়ার এবং ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুর রহিম।
গত ১৩ এপ্রিল গাজীপুরে চলন্ত ট্রেনে আগুন লাগার ঘটনায় সাহসিকতার পরিচয় দেন মো. সাহাব উদ্দিন। জীবনের ঝুঁকি নিয়ে তিনি পাওয়ার কারের সংযোগ বিচ্ছিন্ন করে বড় দুর্ঘটনা এড়াতে সক্ষম হন।
এছাড়া, গত ১ এপ্রিল চট্টগ্রামের কুমিরা রেলক্রসিংয়ে দায়িত্ব পালনকালে গেইট খুলে না দেওয়ায় গেইটম্যান নাজমুল ও নিরাপত্তা কর্মী দেলোয়ার হামলার শিকার হন। তবুও তারা কর্তব্যে অটল থেকে দুর্ঘটনা ঠেকান।
গত ৪ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে টিকিটবিহীন যাত্রীদের ঠেকাতে গিয়ে মারধরের শিকার হন রেল প্রকৌশলী আব্দুর রহিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এসব রেল কর্মীর সাহসিকতা রেলওয়ের ইতিহাসে গৌরবময় একটি অধ্যায় হয়ে থাকবে। ঈদযাত্রায় নির্বিঘ্ন ট্রেন চলাচল নিশ্চিতে সবার প্রচেষ্টার জন্যও ধন্যবাদ জানানো হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.