রূপপুর পারমাণবিক কেন্দ্রে কাঠের স্তূপে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

Published :
Updated :

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরিত্যক্ত কাঠের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর) দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানান পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শারিফুল আহমেদ ভূঁইয়া। তবে ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি।
শারিফুল আহমেদ বলেন, “রূপপুর প্রকল্পের এক পাশে কাঠের স্তূপ রাখা ছিল। হঠাৎ সেখানে আগুন জ্বলতে দেখে কর্মীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে আমাদের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৪৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, রূপপুর কেন্দ্রের কাছেই প্রায় ৩০০ গজ দূরে ফায়ার সার্ভিসের একটি স্টেশন থাকায় দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
এরপর রূপপুর মডার্ন, গ্রিন সিটি, অস্থায়ী রূপপুর এবং ঈশ্বরদী ফায়ার সার্ভিস স্টেশনের আরও সাতটি ইউনিট যোগ দেয়, ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।
রূপপুর গ্রিন সিটি মডার্ন ফায়ার স্টেশনের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, “আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং তেমন কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি। আগুনের উৎস খতিয়ে দেখা হচ্ছে।”
ঘটনা বিষয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের মন্তব্য পাওয়া যায়নি।

For all latest news, follow The Financial Express Google News channel.