জুলাই-আগস্ট গণহত্যা
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে তদন্ত প্রতিবেদন দাখিল

Published :
Updated :

জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যা সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জমা দিয়েছে।
আজ সোমবার (১২ মে) চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত দলের কর্মকর্তারা এই প্রতিবেদন দাখিল করেন। জানা গেছে, শেখ হাসিনাকে জুলাই গণহত্যার প্রধান পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দুপুর ১টায় সংবাদ সম্মেলন করবেন বলে জানানো হয়েছে।
এর আগে গত শুক্রবার তিনি এক ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, তদন্ত প্রতিবেদন সোমবার জমা দেওয়া হবে বলে আশা করছেন। তিনি আরও বলেন, প্রতিবেদন দাখিলের পর ‘ফরমাল চার্জ’ জমা দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হবে।
চানখারপুল হত্যাকাণ্ডে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে এবং চলতি সপ্তাহেই সেই ঘটনায় ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি।
এছাড়া, গত ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছিল ২০ এপ্রিলের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম।
এর আগে ১৭ ডিসেম্বর, একই অভিযোগে দায়ের করা দুটি মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল।

For all latest news, follow The Financial Express Google News channel.