Bangla
6 days ago

শেরপুর সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

Published :

Updated :

শুক্রবার (১১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া সীমান্ত দিয়ে শিশুসহ ১০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ফেরত পাঠানোদের মধ্যে রয়েছেন দুই পুরুষ, চার নারী ও চার শিশু। তারা সবাই সাতক্ষীরার তালা উপজেলার সাহাজাদপুর গ্রামের বাসিন্দা।

বিজিবি-৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, কাজের খোঁজে দুই বছর আগে তারা ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশ করেন। ভারতীয় পুলিশ বৈধ কাগজপত্র না পেয়ে তাদের আটক করে। কয়েক দিন আগে দিল্লি থেকে গৌহাটি হয়ে রামচন্দ্রকুড়া সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয়।

বর্তমানে তারা বিজিবি হেফাজতে রয়েছে। পরিচয় নিশ্চিত করে তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Share this news