
Published :
Updated :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠক বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য “খুবই গুরুত্বপূর্ণ” হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি জানান, লন্ডনের ডরচেস্টার হোটেলে শুক্রবার সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) এই বৈঠক হবে।
প্রস্তুতি হিসেবে বিএনপির একজন প্রতিনিধি আজ ইউনূসের সঙ্গে দেখা করেছেন বলেও জানান প্রেস সচিব। তিনি বলেন, এটি ওয়ান-টু-ওয়ান মিটিং হতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দুই নেতা।
তিনি বলেন, “সামনের নির্বাচনের প্রেক্ষাপটে এ বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ। একজন ইন্টারিম সরকারের প্রধান, অন্যজন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা, তাদের এই আলোচনা গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।”

For all latest news, follow The Financial Express Google News channel.