Bangla
3 days ago

তিন জাতীয় নির্বাচনের অনিয়ম পর্যালোচনায় নতুন কমিশন গঠন

Published :

Updated :

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ তদন্তে পূর্বে গঠিত কমিটি বিলুপ্ত করে নতুন একটি পাঁচ সদস্যবিশিষ্ট কমিশন গঠন করেছে সরকার। 

গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে বলে বার্তাসংস্থা ইউএনবি-র এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কমিশনকে ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে করণীয় সম্পর্কে সুপারিশ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

নতুন গঠিত এই কমিশনে পূর্ববর্তী কমিটির সদস্যরা অপরিবর্তিত রয়েছে এবং কাজের ক্ষেত্রেও কোনো পরিবর্তন আসেনি।

তবে, রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়িয়ে পূর্বের ৩০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচন দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এই অভিযোগের প্রেক্ষিতে, উক্ত তিনটি নির্বাচনে অনিয়মের দাবি তদন্ত এবং ভবিষ্যতে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে কার্যকর সংস্কার প্রস্তাব দেওয়ার লক্ষ্যে সরকার এই কমিশন গঠন করেছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিগত তিন নির্বাচনের কার্যক্রমে সংবিধান অনুসারে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসনের বাধ্যবাধকতা লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এই কমিশনের সভাপতি হিসেবে রয়েছেন আগের কমিটিতে একই দায়িত্বে থাকা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামিম হাসনাইন।

কমিশনের অন্য সদস্যরা হলেন: সাবেক অতিরিক্ত সচিব শামিম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপান, ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসেন এবং নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আবদুল আলিম।

Share this news