Bangla
2 days ago

উপদেষ্টা আসিফের এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন

Published :

Updated :

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

পাশাপাশি, এনআইডি ব্লক করার জন্যও আবেদন করা হয়েছে। তবে, এ বিষয়ে এখনও আদালতের কোনো নির্দেশনা আসেনি। 

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, মোয়াজ্জেম হোসেন তার দায়িত্ব পালনকালীন সময়ে প্রভাব খাটিয়ে তদবির ও টেন্ডার নিয়ে নানা অনিয়মের মাধ্যমে শতকোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন করেছেন। গত বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রমাণ যাচাইয়ের জন্য তার বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশিত হওয়ার পর তাকে এপিএস পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

Share this news