Bangla
a day ago

ভারতের হামলার জবাবে পাকিস্তানের পাল্টা হামলা চালানোর দাবি

Published :

Updated :

ভারতের ‘অপারেশন সিন্দুর’ অভিযানে পাকিস্তানের ৯টি স্থানে হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদরদপ্তর ধ্বংস করেছে বলে জানিয়েছে সরকারি টিভি পিটিভি।

পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ ও সামা টিভির দাবি, বাহাওয়ালপুরে একটি রাফায়েল যুদ্ধবিমান এবং সীমান্তে আরও একটি যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। বার্নালা সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনকারী ভারতীয় ড্রোনও ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়।

এক্সপ্রেস ট্রিবিউন জানায়, এলওসি’র দুদনিয়াল সেক্টরে ভারতীয় সেনাদের একটি চৌকিতে মিসাইল হামলা চালানো হয়েছে।

এর আগে ভারত জানিয়েছিল, ‘অপারেশন সিন্দুর’-এ তারা পাকিস্তানের সামরিক অবকাঠামো লক্ষ্য করেছে, সেনা বা বেসামরিকদের নয়।

Share this news