Politics
a year ago

সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের এপিএস ফুয়াদ গ্রেপ্তার

Representational Image
Representational Image

Published :

Updated :

সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএস যুবলীগ নেতা এ এইচ এম ফুয়াদকে অর্থ পাচার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। , খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএস যুবলীগ নেতা এ এইচ এম ফুয়াদকে অর্থ পাচার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে তাকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ফরিদুপরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা জানান।

বুবধবার ফরিদপুরে এক সংবাদ সম্মেলনে এই পুলিশ কর্মকর্তার বলেন, “তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এর আগে তাকে ধরতে পুলিশ দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছিল।”

দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ফরিদপুরের আলোচিত দুই ভাই আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে সিআইডির করা মামলার অভিযোগপত্রে আসামির তালিকায় চার নম্বরে এএইচএম ফুয়াদের নাম রয়েছে।

নগরকান্দার উপজেলার বিলনালিয়া এলাকার মোজদার চোকদারের ছেলে ফুয়াদ সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএসের দায়িত্বে ছিলেন।

Share this news