পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে স্থল মাইন বিস্ফোরণে একটি অ্যাম্বুলেন্সে থাকা একজন গর্ভবতী নারী ও আরও পাঁচ জন নিহত হয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
উত্তরাঞ্চলে মালি সীমান্তের নিকটবর্তী যে এলাকায় এ ঘটনা ঘটেছে সেখানে বারবার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে বলে দেশটির সরকার জানিয়েছে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার নামিসিগুইয়া ও গাসকিনদে শহরের মধ্যবর্তী স্থানে অ্যাম্বুলেন্সটির আঘাতে রাস্তায় পেতে রাখা একটি মাইনের বিস্ফোরণ ঘটে, এতে গাড়িটিতে থাকা ওই নারী, তার স্বামী, একটি বালিকা, আরও দুই নারী ও চালক নিহত হন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী ওই মাইন পাতার দায় স্বীকার করেনি।
গত তিন বছর ধরে বুরকিনা ফাসোতে আল কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কিত জঙ্গিদের হামলা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এসব হামলার কারণে দেশটির ১০ লাখেরও বেশি লোক এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন।
গত মাসে প্রথমবারের মতো বুরকিনা ফাসোর সরকার বিদ্রোহ অবসানের লক্ষ্যে জঙ্গিদের আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে। প্রতিবেশী দেশ মালির কর্তৃপক্ষগুলোও জঙ্গি সমস্যা সমাধানে সম্প্রতি একই অবস্থান নিয়েছে।