Bangla
3 years ago

ধর্ম অবমাননা: তসলিমা নাসরিনসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

Published :

Updated :

ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসি ইউনিটের পরিদর্শক নাজমুল নিশাত ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে ১১ দিন আগে এটি জমা দিলেও বৃহস্পতিবার তথ্যটি জানান সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মোতালেব হোসেন।

মামলার অপর আসামিরা হলেন- উইমেন চ্যাপ্টার নামে নিউজ পোর্টালের সম্পাদক সুপ্রীতি ধর লিপা ও ভারপ্রাপ্ত সম্পাদক সুচিস্মিতা সিমন্তি।

তবে নাম ঠিকানা সংগ্রহ করতে না পারায় উইমেন চ্যাপ্টারের উপদেষ্টা লীনা হককে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা।


তাসলিমা তাসরিনসহ তিন আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যেমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

মাসিক পত্রিকা আল বাইয়েনাত সম্পাদক মাহবুব আলম বাদী হয়ে ২০১৮ সালের ১৯ এপ্রিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে তসলিমা নাসরিনসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

আদালতের নির্দেশে ২৬ এপ্রিল শাহজাহানপুর থানায় মামলাটি এজাহার হিসাবে নথিভুক্ত হয়।

মামলার অভিযোগে বলা হয়, ‘উইমেন চ্যাপ্টার’ এ প্রকাশিত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের ‘ধর্ষকের কাছে নারীর কোনো ধর্ম নেই’ শীর্ষক লেখার জন্য এই মামলাটি হলেও নারী পোর্টালটিতে অন্যরা প্রায়ই ইসলামবিরোধী লেখা লিখে আসছেন বলে বাদীর অভিযোগ।

Share this news