জুমানজি'র অ্যালেন, জুডি আর পিটারের কথা মনে আছে কি?
অ্যালেন, জুডি, পিটার - নাম গুলো শুনলে সর্ব প্রথম কোন কথাটি মনে পড়ে বলুন তো? ৯০ দশকের শিশু কিশোররা সর্বপ্রথম যে নামটি বলবে তা হলো জুমানজি। নামটি শুনলেই হাজারো স্মৃতি মনের আঙ্গিনা তে উঁকি দেয়। প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট সময় জুমানজি দেখার জন্য টেলিভিশন সেটের সামনে বসে থাকার সময় গুলোর কথা মনে করি