কেউ 'পাগল' হলে কেন তাকে 'চন্দ্রগ্রস্থ' বা 'লুনাটিক' বলা হয়?
রাতের আকাশে যখন সবার দৃষ্টি আটকে যায় একটি রুপালি গোলার দিকে, তখন সেই আলো শুধু প্রকৃতি নয়, মানুষের কল্পনাকেও গভীরভাবে নাড়া দেয়। চাঁদ যতটা কাছে মনে হয়, ঠিক ততটাই রহস্যময়। মানুষ হাজার বছর ধরে লক্ষ্য করে আসছে, চাঁদের অবস্থান পরিবর্তনের সাথে সাথে মানুষের মেজাজ, আবেগ আর আচরণেও যেন এক অদৃশ্য প্রভাব কাজ কর
