Bangla
2 years ago

বেতন বাড়ানোর দাবিতে মিরপুরে শ্রমিক বিক্ষোভ

Published :

Updated :

পুলিশ জানায়, বুধবার সকাল ৯টার দিকে মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা আটকে শ্রমিকদের এ বিক্ষোভ শুরু হয়। ওই এলাকার বিভিন্ন কারখানার শত শত শ্রমিক তাতে যোগ দেন।

এ সময় রাস্তার ওপর প্লাস্টিক 'রোড ডি-ডাইডারে' আগুন জ্বালিয়ে স্লোগান দিতে দেখা যায় শ্রমিকদের। কারও কারও হাতে লাঠিও ছিল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বিক্ষোভে অংশ নেওয়া একজন পোশাক শ্রমিক বলেন, বাজারে সব ধরনের পণ্যের দোম বেড়ে গেছে। বাড়িভাড়া ও বাস ভাড়াও বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাদের বেতন বাড়েনি।

এই দাবিতে মঙ্গলবারও মিরপুর এলাকায় বিক্ষোভে নেমেছিলেন শ্রমিকরা। সে সময় ‘মালিকপক্ষের সন্ত্রাসীরা’ তাদের ওপর হামলা চালায় বলে শ্রমিকদের অভিযোগ।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “১০ শতাংশ বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা আন্দোলন করছে। গতকাল হামলায় শ্রমিক নিহত হয়েছেন বলে তারা দাবি করছে, তবে সেটা সত্য নয়।”

অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই মোড়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

বেলা ১১টার দিকে শ্রমিকরা মিরপুর ১৩ ও ১৪ নম্বরের দিকে চলে গেলে মিরপুর ১০ নম্বর হয়ে যানবাহন চলাচল শুরু হয় বলে জানান পরিদর্শক রফিকুল।

এদিকে মিরপুর ১৩ নম্বরের দিকে শ্রমিকদের বিক্ষোভ চলার সময় কাফরুল থানার উল্টো দিকে দুটো বাইকে আগুন দেওয়া হয়।

তবে কারা সেখানে আগুন দিয়েছে সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি।

Share this news