Bangla
3 years ago

সাগরে লঘুচাপ, বৃষ্টি বাড়ার আভাস

--প্রতীকী ছবি
--প্রতীকী ছবি

Published :

Updated :

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় আগামী কয়েক দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

গত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটিতে দেশের সর্বোচ্চ ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় ঢাকায় হয়েছে ২০ মিলিমিটার বৃষ্টিপাত।

আবহাওয়াবিদ আফতার উদ্দিন বলেন, বৃহস্পতিবার বিকালে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার বর্ধিতাংশ উত্তর পূর্ব দিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। সেই সঙ্গে মৌসুমি বায়ুও সক্রিয় রয়েছে।

“লঘুচাপটি আমরা পর্যবেক্ষণ করছি। এটি আরও ঘনীভূত হবে, তবে নিম্নচাপের রূপ নেওয়ার আশঙ্কা কম। লঘুচাপের প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে কয়েক দিন।”

 শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনার কথা বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

 

Share this news