Loading...
The Financial Express

করোনাভাইরাস: এক দিনে মৃত্যু কমে ৭  

| Updated: October 15, 2021 11:17:50


করোনাভাইরাস: এক দিনে মৃত্যু কমে ৭   

দেশে এক দিনে মারা যাওয়া কোভিড রোগীর সংখ্যা এক সপ্তাহ পর আবার নেমে এসেছে দশের নিচে; দশ জনের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে মাত্র সাত জেলায়।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে মারা গেছেন মোট সাতজন, সংক্রমণ ধরা পড়েছে আরও ৫১৮ জনের মধ্যে।

এক দিনে মৃত্যুর এই সংখ্যা গত মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১০ মার্চ ৬ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আর ৮ অক্টোবরও ৭ জনের মৃত্যুর খবর এসেছিল।

এ নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ৪৮৫ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৭৩৭ জনের মৃত্যু ঘটিয়েছে এ ভাইরাস।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন আরও ৬৯৫ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট ১৫ লাখ ২৬ হাজার ৩৬৮ জন সুস্থ হয়ে উঠলেন।

গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৩৪২ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের  ৭৩ শতাংশের বেশি। আর যে ৭ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ৩ জনই ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা।

 

Share if you like