Bangla
5 days ago

১ জুলাই ব্যাংক হলিডে, লেনদেন বন্ধ থাকবে

Published :

Updated :

ব্যাংক হলিডে উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) দেশের সব ব্যাংকে গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। এই দিন শেয়ারবাজারের লেনদেনও স্থগিত থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অর্ধবার্ষিক হিসাব চূড়ান্ত করার জন্য প্রতিবছর ১ জুলাই ব্যাংক হলিডে পালন করা হয়। এদিন নগদ জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, এটিএম ও মোবাইল ব্যাংকিংয়ের আন্তঃব্যাংক লেনদেনসহ সব গ্রাহকসেবা বন্ধ থাকবে।

তবে কিছু ব্যাংকের প্রধান কার্যালয় ও নির্দিষ্ট শাখা কেবল প্রশাসনিক ও হিসাব কার্যক্রমে সীমিতভাবে খোলা থাকবে।

শেয়ারবাজার ব্যাংকিং চ্যানেলের ওপর নির্ভরশীল হওয়ায় ব্যাংক ছুটির দিন সেটিও বন্ধ রাখা হয়। একইভাবে প্রতিবছর ৩১ ডিসেম্বরও বার্ষিক হিসাব চূড়ান্ত করতে ব্যাংক হলিডে পালিত হয়।

Share this news