
Published :
Updated :

আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ১১ জুন জামিন পেতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান—এমন দাবি করেছেন দলটির শীর্ষ নেতা গওহর আলী খান।
তিনি জানান, ইসলামাবাদ হাইকোর্টে ওই দিন ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির দণ্ড বাতিল ও জামিন সংক্রান্ত শুনানি হবে। যদিও কেন দিনটি 'গুরুত্বপূর্ণ'—সেটি বিস্তারিত জানাননি তিনি।
এর আগে ন্যাব (জাতীয় অ্যাকাউন্টেবেলটি ব্যুরো) সময় চাওয়ায় হাইকোর্ট ১১ জুন শুনানির দিন নির্ধারণ করে।
এআরওয়াই নিউজকে গওহর আরও বলেন, পিটিআই শিগগিরই অন্য বিরোধী দলগুলোর সঙ্গে আন্দোলন শুরু করবে, যার নেতৃত্বে থাকবেন ইমরান নিজে।
এদিকে, খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর জানিয়েছেন, ঈদের পর দেশজুড়ে ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলন শুরু হবে।
উল্লেখ্য, অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর ইমরান খানের বিরুদ্ধে বহু মামলা হয়, যার মধ্যে কয়েকটিতে দণ্ডিত হয়েছেন। আলোচিত আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে শত শত মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে অভিযুক্ত করা হলেও তিনি তা অস্বীকার করে আসছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.