Bangla
a year ago

২০২৫ সালে ১০ হাজার কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

ফাইল ছবি
ফাইল ছবি

Published :

Updated :

বিশ্বের দরিদ্রতম দেশগুলোর জন্য ২০২৫ সালে রেকর্ড ১০ হাজার কোটি ডলার ঋণ প্রদানের ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংক। এ প্রকল্পের আওতায় ইতোমধ্যেই ২ হাজার ৪০০ কোটি ডলার তহবিল সংগ্রহ করা হয়েছে। দাতা দেশগুলো আরও ২ হাজার ৩৭০ কোটি ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, আর বাকি অর্থ ব্যাংকের অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্বব্যাংকের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে।

২০২১ সালে দরিদ্রতম দেশগুলোতে বিশ্বব্যাংক ৯ হাজার ৩০০ কোটি ডলার ঋণ দিয়েছিল, যা এতদিন এক বছরে সর্বোচ্চ ঋণ দেওয়ার রেকর্ড ছিল। 

ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) প্রকল্পের অধীনে এই ঋণ ৭৮টি দেশের মধ্যে বিতরণ করা হবে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এক বিবৃতিতে জানান, এ ঋণ স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য ব্যয় করা হবে।

আইডিএ বিশ্বব্যাংকের একটি বিশেষ তহবিল, যা দরিদ্র দেশগুলোর জন্য সহজ শর্তে ঋণ প্রদান করে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহায়তা করে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, গত এক দশকে আইডিএর দুই-তৃতীয়াংশ ঋণ আফ্রিকার দেশগুলোতে বিতরণ করা হয়েছে। 

আইডিএর অর্থায়নের বড় অংশ দাতা দেশগুলোর কাছ থেকে আসে। যুক্তরাষ্ট্র আইডিএর সবচেয়ে বড় দাতা, যারা ২০২৪ সালের শুরুতে ৪০০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। এ বছর স্পেন ও নরওয়ে বিগত বছরের তুলনায় বেশি অর্থ সহায়তা দিয়েছে। এছাড়া দাতা তালিকায় নতুন যোগ হয়েছে চীন, তুরস্ক এবং দক্ষিণ কোরিয়া।

Share this news