Bangla
2 days ago

৬২ ভারতীয় নাগরিককে সুন্দরবন দিয়ে বাংলাদেশে ‘পুশ-ইন’ করেছে বিএসএফ

Published :

Updated :

সুন্দরবনের নদীপথ দিয়ে প্রায় ৬২ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন (ঠেলে দেওয়া) করার ঘটনা ঘটেছে। 
 
শুক্রবার (৯ মে) বিকেল ৩টার দিকে সাতক্ষীরা রেঞ্জের সীমান্তবর্তী মান্দারবাড়িয়া এলাকার নদীপথ দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয় বলে জানিয়েছে বনবিভাগ।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী এবিএম হাবিবুল ইসলাম জানান, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ীয়া এলাকায় অনুপ্রবেশ করা ৬০-৬২ জন ভারতীয় নাগরিককে মান্দারবাড়ীয়া টহল ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
 
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে। আরো কিছু সংখ্যক ভারতীয় নাগরিককে বিএসএফ বনের ভিতর রেখে গেছে।
 
এবিএম হাবিবুল ইসলাম আরও বলেন, বিষয়টি বিজিবি ও কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণের দায়িত্ব তাদের। তবে, এই বিষয়ে এখনও বিজিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
 
এদিকে, কোস্টগার্ডের কৈখালী স্টেশন সূত্রে জানা গেছে, তারা এ বিষয়ে বন বিভাগের মাধ্যমে তথ্য পেয়েছেন এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন।
 

Share this news