Bangla
3 days ago

৬৪০ সাংবাদিককে টার্গেটের অভিযোগ 'দ্য হিন্দু'র, ভিত্তিহীন বললো প্রধান উপদেষ্টার প্রেস উইং

Published :

Updated :

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ভারতের দৈনিক দ্য হিন্দু এক প্রতিবেদনে দাবি করে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গত আট মাসে বাংলাদেশের ৬৪০ জন সাংবাদিককে টার্গেট করেছে। তবে এই অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, এসব তথ্য অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত।

প্রমাণ হিসেবে সিএ প্রেস উই ফ্যাক্টস নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বলা হয়, ‘রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপ (আরআরএজি)’–এর বরাতে দ্য হিন্দু-তে প্রকাশিত এই তথ্য বিভ্রান্তিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের ঘনিষ্ঠ কিছু সাংবাদিক চাপের মুখে পড়েছেন, তবে সেটি অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপে হয়নি। বরং, পূর্ববর্তী সরকারের সময় করা কিছু বিতর্কিত আইন এখন সংশোধনের প্রক্রিয়ায় রয়েছে। কখনোই সাংবাদিকদের টার্গেট করা হয়নি।

প্রেস উইং আরও জানায়, ড. ইউনূস ও তার প্রেস সচিব দীর্ঘদিন ধরে মুক্ত গণমাধ্যমের পক্ষে কথা বলে আসছেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

বিবৃতিতে আরআরএজি প্রধান সুহাস চাকমাকে আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে চিহ্নিত করা হয় এবং দাবি করা হয়, তিনি ও তার প্রতিষ্ঠান বাংলাদেশ নিয়ে বারবার ভুল তথ্য ছড়াচ্ছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সহিংসতা নিয়ে অতিরঞ্জিত তথ্য ছড়ানো হয়, যেখানে ৪ জন নিহত হলেও সংগঠনটি ৯ জন আদিবাসী নিহত হয়েছে বলে দাবি করে।

এছাড়া, আরআরএজির তথ্যের উপর ভিত্তি করে এইচআরসিবিএম ৬৭ জন নিহত হওয়ার দাবি করলেও পরে ডিসমিস ল্যাবের অনুসন্ধানে তা ভুল প্রমাণিত হয়। এই ভুল তথ্য অনুসরণ করে ডয়চে ভেলের সাংবাদিক তাসমিয়া আহমেদ একটি সমালোচনামূলক প্রতিবেদন লেখেন, যেখানে অন্তর্বর্তী সরকারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়। এর আগে তিনি ছাত্র আন্দোলনকারীদের ‘সন্ত্রাসী’ বলেও উল্লেখ করেছিলেন।

প্রেস উইং আরও জানায়, আরআরএজি মার্চ মাসে জাতিসংঘে অভিযোগ করে যে ড. ইউনূস ধর্মীয় সহিংসতা গুরুত্ব দিচ্ছেন না এবং তারা ফ্যাক্ট-চেকিং সংস্থাগুলোকেও বাধা দিচ্ছে।

সবশেষে, প্রেস উইং জানায় যে অন্তর্বর্তীকালীন সরকার দমন নয়, বরং জনগণের সঙ্গে মিলে বৈষম্যহীন ও মর্যাদাসম্পন্ন সমাজ গঠনে কাজ করছে। 

Share this news